Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০১৮

অ্যালোকেশন অব বিজনেস

সরকারের রুল্স অব বিজনেস অনুসারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের  কার্যপরিধি নিম্নরূপঃ

১।    শ্রমিকের নিরাপত্তা ও কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ;
২।    শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা  বিধান;
৩।    ট্রেড ইউনিয়ন, শিল্প ও শ্রম বিরোধ, শ্রম আদালত এবং নিম্নতম মজুরী বোর্ড বিষয়ক কার্যক্রম;
৪।    অকৃষি খাতে কর্মরত শ্রমিকগণসহ সকল শ্রমিকের কল্যাণ সাধন;
৫।    শ্রম পরিসংখ্যান সংরক্ষণ;
৬।    শ্রম আইনের প্রয়োগ ও এ সংক্রান্ত বিধিবিধান প্রণয়ন;
৭।    শ্রম পরিসংখ্যান সংকলনসহ শ্রম গবেষণা;
৮।    শ্রম ও জনশক্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে কাজ করা এবং চুক্তি সম্পাদন;
৯।    আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র সাথে কার্যক্রমের  সমন্বয়সাধন;
১০।    শ্রম ও শিল্পকল্যাণ সম্পর্কিত জাতীয় নীতিমালা প্রণয়ন;
১১।    শ্রমিক-কর্মচারীদের সামাজিক নিরাপত্তা এবং সামাজিক বীমা সম্পর্কিত বিধিবিধান প্রণয়ন;
১২।    শ্রম প্রশাসন ও প্রশিক্ষণ;
১৩।    অত্যাবশ্যকীয় চাকুরী (ব্যবস্থাপনা) অধ্যাদেশ কার্যকর করা;
১৪।    খনি ও পাথর ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ সম্পর্কিত আইনের প্রয়োগ;
১৫।    নিম্নতম মজুরী নির্ধারণ বিষয়ক বিধিবিধান প্রণয়ন ও প্রয়োগসহ ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন শিল্প সেক্টরে মজুরী বোর্ড গঠন ও নিম্নতম মজুরী বাস্তবায়ন;
১৬।    শ্রমিকদের শিক্ষা কার্যক্রম;
১৭।    শিল্পের শৃঙ্খলা রক্ষা;
১৮।    শিল্প শ্রমিকদের কর্ম পরিবেশ সম্পর্কিত বিধিবিধান;
১৯।    শ্রম ও শিল্পকল্যাণ সম্পর্কিত আইন ও নীতিমালা বাস্তবায়ন ও মূল্যায়ন;
২০।    শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত  পদক্ষেপ গ্রহণ;
২১।    শ্রম ও শিল্পকল্যাণ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রমের সমন্বয়সাধন;
২২।    ক) অসংগঠিত জনশক্তির পুনর্বাসন ও কর্মসংস্থান;
    খ) অত্যাবশ্যকীয় জনবল (নিবন্ধীকরণ) অধ্যাদেশ, ১৯৪৮ বাস্তবায়ন; 
২৩।    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহের তদারকি ও নিয়ন্ত্রণ;
২৪।    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যপরিধিভুক্ত বিষয়াদির ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক 
সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা;
২৫।    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট কার্যপরিধিভুক্ত সকল আইন ও বিষয়াবলী;
২৬।    মন্ত্রণালয় সম্পর্কিত (কার্যপরিধিভুক্ত) যে কোন বিষয়ের উপর তদন্ত ও পরিসংখ্যান;
২৭।    আদালতে গৃহীত ফি ব্যতীত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যপরিধিভুক্ত সকল ফি আদায়;
২৮।    প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যাবলী;
২৯।    জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের কার্যাবলী;
৩০।    বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন সংক্রান্ত কার্যক্রম।